সোনারগাঁও ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদের স্বাস্থ্য পরিসেবা নিশ্চিতকরণের লক্ষ্যে ২৮ আগস্ট মেডিমেট লিমিটেডের সাথে বিশ্ববিদ্যালয়ের গ্রিন রোডের ক্যাম্পাসে চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তিতে সোনারগাঁও ইউনিভার্সিটির পক্ষে উপাচার্য প্রফেসর ড.মো. আবুল বাশার ও মেডিমেটের পক্ষে ‍সিইও সৈয়দ আকরাম আব্বাস স্বাক্ষর করেন।

উক্ত অনুষ্ঠানে সোনারগাঁও ইউনিভার্সিটির ট্রেজারার প্রফেসর মো. আল-আমিন মোল্লা, ব্যবসায় অনুষদের ডিন আবুল কালাম, একাডেমিক অ্যাফেয়ার্স ডিভিশনের পরিচালক ও ভারপ্রাপ্ত ছাত্রকল্যাণ উপদেষ্টা  মোহাম্মদ তাজউদ্দিন শিকদার,  এসইউ’র পরিকল্পনা ও উন্নয়ন পরিচালক মো. গোলাম মোস্তফা, অ্যাডমিশন অ্যান্ড ডেভেলপমেন্টের পরিচালক মো. আবদুল গাফ্ফার হিরক, এইচআর অ্যান্ড অ্যাডমিন পরিচালক  এ এইচএম কামাল,  এইচআর অ্যান্ড অ্যাডমিন সহকারী পরিচালক মো. হাবিবুর রহমান,পরীক্ষা নিয়ন্ত্রক মো. ওমর ফারুক মোল্লা, আইকিউএসি’র উপ পরিচালক এবং উপাচার্য মহোদয়ের একান্ত সচিব মো. আবু হানিফ এবং মেডিমেটের বিজনেস ডেভেলপমেন্টের প্রধান কুদরত-ই-খুদা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে অ্যাডমিশন অ্যান্ড ডেভেলপমেন্টের পরিচালক মো. আবদুল গাফ্ফার হিরক, সোনারগাঁও ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদের  স্বাস্থ্য সেবার আওতায় নিয়ে আসার সুবিধার বিষয়ে বিস্তারিত বলেন। এছাড়াও উপস্থিত সকল সদস্যবৃন্দ উক্ত চুক্তির আলোকে ছাত্রছাত্রীরা কিভাবে স্বাস্থ্য সুবিধা ভোগ করবেন বিষয়টি নিশ্চিতের লক্ষ্যে আলোচনা ও পর্যালোচনা করেন। এ সময় মেডিমেটের ‍সিইও সৈয়দ আকরাম আব্বাস, উপস্থিত সবার বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং সোনারগাঁও ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদের স্বাস্থ্য সেবা বিভিন্ন দিক আলোচনা করেন। তিনি বলেন শিক্ষার্থীদের গুগোল প্লে’তে ঢুকে মেডিমেটের অ্যাপ ডাউনলোড করে রেজিস্ট্রেশন করতে হবে। পরে তাদের হেলথ কার্ড দেওয়া হবে। শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে মাসে ২ বার হেলথ ক্যাম্প করা হবে । ক্যাম্পে ২ জন ডাক্তার শিক্ষার্থীদের প্রেসার মাপাসহ স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন পরামর্শ দেবেন। অসুস্থ হওয়ার পর শিক্ষার্থীরা হাসপাতালে ভর্তি হলে বিল পরিশোধের ক্ষেত্রে বছরে ২ বার ১০ হাজার টাকা সুবিধা পাবেন।

 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে