জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৮ সালের প্রিলিমিনারি টু মাস্টার্স (নতুন সিলেবাস) পরীক্ষা আগামী ১৮ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে চলবে ২১ অক্টোবর পর্যন্ত। এ পরীক্ষা হবে সশরীর। পরীক্ষা নির্ধারিত দিন সকাল ৯টায় শুরু হবে। 

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৮ সালের মাস্টার্স প্রথম পর্ব (পুরাতন সিলেবাস বিশেষ) পরীক্ষা আগামী ১৯ সেপ্টেম্বর শুরু হয়ে চলবে ৭ অক্টোবর পর্যন্ত। এ পরীক্ষা হবে সশরীর। পরীক্ষা নির্ধারিত দিন সকাল ৯টায় শুরু হবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৯ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্সের তৃতীয় বর্ষের পরীক্ষা আগামী ২ অক্টোবর থেকে শুরু হয়ে চলবে ৯ নভেম্বর পর্যন্ত। পরীক্ষা শুরু হবে নির্ধারিত দিন দুপুর ১টা ৩০ মিনিট থেকে।

তিনটি পরীক্ষার বিস্তারিত সময়সূচি বিশ্বিবিদ্যালয়ের ওয়েবসাইটে (www.nu.ac.bd) পাওয়া যাবে।

জাতীয় বিশ্ববিদ্যালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, উভয় পরীক্ষার ক্ষেত্রে শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষায় অংশ নিতে হবে। একই সঙ্গে পরীক্ষার্থীদের প্রবেশপত্র ও স্বাক্ষরলিপি অনলাইন থেকে ডাউনলোড করে প্রিন্ট নিয়ে পরীক্ষার্থীদের কাছে ও কেন্দ্রে সরবরাহ করতে বলা হয়েছে কলেজগুলোকে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে