বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অধীনে রাজস্ব খাতভুক্ত ২ ধরনের পদে ৩১ জনকে নিয়োগ দেয়ার জন্য প্যানেল তৈরীর লক্ষ্যে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের কাছ থেকে অনলাইনে দরখাস্ত আহ্বান করা হয়েছে।

পদের নাম: সহকারী পরিচালক (হিসাব/অর্থ/ অডিট/ বাণিজ্যিক পরিচালন)।

পদের সংখ্যা: ১১টি।

আবেদনের যোগ্যতা: বাণিজ্যে স্নাতকসহ বাণিজ্যে স্নাতকোত্তর/সিএ (ইন্টার)/সিএমএ(ইন্টার) ডিগ্রি। বাণিজ্যে স্নাতক (পাস)-এর ক্ষেত্রে প্রথম শ্রেণিতে বাণিজ্যে স্নাতকোত্তর পাস। কোনো পরীক্ষাতেই দ্বিতীয় বিভাগ/ শ্রেণি/সমমানের জিপিএ/সিজিপিএ-এর নিচে নয়।

বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট নিম্ন পদে কমপক্ষে ৮ বছরের অভিজ্ঞতাসহ বাণিজ্যে দ্বিতীয় শ্রেণির স্নাতক ডিগ্রি। মাইক্রোসফট অফিস ( এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, পাওয়ার পয়েন্ট ইত্যাদি)-এর উপর কম্পিউটারে প্রশিক্ষণ থাকতে হবে।

বেতন স্কেল : ২২০০০-৫৩০৬০/-

পদের নাম: হিসাবরক্ষক।

পদের সংখ্যা: ২০টি।

আবেদনের যোগ্যতা: বাণিজ্যে স্নাতকসহ বাণিজ্যে স্নাতকোত্তর ডিগ্রি। কোনো পরীক্ষাতেই দ্বিতীয় বিভাগ/ শ্রেণি/সমমানের জিপিএ/সিজিপিএ-এর নিচে নয়।

বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট নিম্ন পদে কাজের অভিজ্ঞতাসহ বাণিজ্যে দ্বিতীয় শ্রেণির স্নাতক ডিগ্রি।

মাইক্রোসফট  অফিস (এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, পাওয়ার পয়েন্ট ইত্যাদি)-এর উপর কম্পিউটারে প্রশিক্ষণ থাকতে হবে।

বেতন স্কেল : ১৬০০০-৩৮৬৪০/-

বয়সমীমা: ২৫মার্চ  ২০২০ তারিখে  বীর মুক্তিযোদ্ধা/ শহীদ মুক্তিযোদ্ধার সন্তান এবং প্রতিবন্ধী প্রার্থী ছাড়া  সব প্রার্থীদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৩০ বছর। বীর মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার সন্তান এবং প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৩২ বছর।  বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

অনলাইনে আবেদনপত্র পূরণ করা: আগ্রহী প্রার্থীরা http://bpdb.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন।

অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দেয়ার শুরুর তারিখ ও সময়: ৫ সেপ্টেম্বর ২০২১, সকাল ১০টা থেকে।

অনলাইনে আবেদনপত্র জমা দেয়ার শেষ তারিখ ও সময়: ৩০ সেপ্টেম্বর ২০২১, বিকেল ৫টা পর্যন্ত।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে