ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) স্নাতক ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে। নতুন সময়সূচি অনুযায়ী, ডুয়েটের ভর্তি পরীক্ষা আগামী ২৯ ও ৩০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।

সম্প্রতি ডুয়েট ভর্তি পরীক্ষা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয় বলে ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির সভাপতি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ডুয়েটের ভর্তি পরীক্ষা গত ১১ ও ১২ জুলাই ২০২১ তারিখে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও করোনার সংক্রমণ না কমায় ভর্তি পরীক্ষা দুই মাস পিছিয়ে ৫ ও ৬ সেপ্টেম্বর নির্ধারণ করা হয়েছিল।

নতুন সময়সূচি অনুযায়ী, ডুয়েটে ভর্তির আবেদনপত্র জমা দেয়া প্রবেশপত্র ডাউনলোডের শেষ তারিখ : ৮ সেপ্টেম্বর ২০২১, বিকেল ৪টা পর্যন্ত।

যোগ্যপ্রার্থীদের তালিকা প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২১, বিকেল ৪টায়।

ভর্তি পরীক্ষা : ২৯ ও ৩০ সেপ্টেম্বর ২০২১।

ফলাফল প্রকাশ : ১০ অক্টোবর ২০২১, বিকেল ৪টায়।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে