আজ সোমবার কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরা জানান, তালেবানরা আফগানিস্তানে যুদ্ধ শেষ হয়েছে বলে ঘোষণা দেন। রাজধানী কাবুল থেকে প্রেসিডেন্ট আশরাফ ঘানি’র দেশত্যাগ করার মধ্যে দিয়ে যুদ্ধ সমাপ্ত হয়েছে। এর আগে প্রেসিডেন্ট আশরাফ ঘানি রাতে এক ফেসবুক পোস্টে তিনি বলেন, রক্তপাত ও সংঘাত এড়াতে দেশত্যাগ করার বিকল্প ছিল না।

তালেবান মুখপাত্র মোহাম্মদ নাইম আলাজাজিরাকে বলেন, সৃষ্টিকর্তাকে ধন্যবাদ, আমাদের দেশে যুদ্ধ শেষ। আফগানিস্তানের নতুন সরকার কেমন হবে তা দ্রুতই জানিয়ে দেওয়া হবে। তিনি আরো বলেন, শান্তিপূর্ণ আন্তর্জাতিক সম্পর্ক বজায় রাখার আহ্বান জানাচ্ছি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে