পৃথিবীর তাপমাত্রা আগামী ১৫ বছর বাড়বে ১.৫ ডিগ্রি সেলসিয়াস। গত ৯ আগস্ট এমন প্রতিবেদন প্রকাশ করছে জলবায়ু পরিবর্তন বিষয়ক রাষ্ট্রসঙ্গের বিশেষ প্যানেল ইন্টার-গভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ  (আইপিসিসি)।

প্রতিবেদনে দেখা যায়, পৃথিবীর উপরিভাগে তাপমাত্রা ১.৫ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধির যে লক্ষ্যেমাত্রা ধরা হয়েছিলো তা আগামী দের দশকেই পেরিয়ে যাবে। প্রতিবেদন আরো বলা প্রতি দশকের মানব সৃষ্টির কারণের পৃথিবীর তাপমাত্রা বাড়বে ০.১ ডিগ্রি সেলসিয়াস। প্রতিবেদনে আরো উঠে আসে প্রতি ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধির কারণে অতিবৃষ্টির হার বাড়ে ৭ বার। সেই সাথে বাড়ে শক্তিশালী সাইক্লোন  হার।

পৃথিবীর তাপমাত্রা আর ৩ ডিগ্রি সেলসিয়াস বাড়লে প্রতি শতকে দুই থেকে তিনবার ভয়ঙ্কর অতিবৃষ্টির কবলে পড়বে পৃথিবী৷ প্রতি দশকে একবার প্রচন্ড খরায় অধিকাংশ জমি শুকিয়ে যাবে এবং চারবার উর্বরতা হারাবে৷ হিট ওয়েভ বা তাপপ্রবাহের ঘটনা এরই মধ্যে বেড়েছে ২.৮ গুণ৷ আর একটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়লে তা ৯.৪ গুণ বাড়বে এবং তাপমাত্রা বাড়বে ৫ ডিগ্রি সেলসিয়াস৷

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে