টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি অনুযায়ী আগামী ২৪ অক্টোবর দুবাইয়ে মুখোমুখি হতে চলেছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান।

এ বছর ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ হওয়ার কথা থাকলেও করোনাভাইরাসের কারনে তা ওমান এবং সংযক্ত আরব আমিরাতে ভেন্যু করা হয়েছে। এরপর গত মাসে টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ বিন্যাসের ঘোষণা করেছে আইসিসি। টি-টোয়েন্টি বিশ্বকাপ আগামী ১৭ অক্টোবর থেকে ১৪ নভেম্বর পর্যন্ত চলবে। ভারত এবং পাকিস্তান এবার একই গ্রুপে (গ্রুপ ‘২’) আছে। সেই গ্রুপ ‘২’-তে আছে ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড, আফগানিস্তান, গ্রুপ ‘এ’-র রানার্স-আপ (প্রথম রাউন্ড খেলে যে দল উঠবে), গ্রুপ-‘বি’-র চ্যাম্পিয়ন (প্রথম রাউন্ড খেলে যে দল উঠবে)। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের নিয়ম অনুযায়ী, আটটি দল সরাসরি টি-টোয়েন্টি বিশ্বকাপের ‘সুপার ১২’-এ জায়গা পেয়েছে। যে দলগুলো চলতি বছরের ২০ মার্চ পর্যন্ত বিশ্ব ক্রমপর্যায়ের নিরিখে সুযোগ পেয়েছে। বাকি চারটি দলের জন্য প্রথম রাউন্ডের লড়াই হবে।

প্রথম রাউন্ডে দু’টি গ্রুপ আছে। তা হলো- গ্রুপ ‘এ’ এবং গ্রুপ ‘বি’। প্রথম রাউন্ড থেকে চারটি দল ‘সুপার ১২’-তে উঠবে। সেই ১২ টি দলকে দু’টি গ্রুপে ভাগ করা হয়েছে। ইতিমধ্যে ‘সুপার ১২’-র আটটি দলকে দু’ভাগে ভাগ করা হয়েছে। প্রথম রাউন্ড খেলে যে চারটি দল উঠবে, তারা গ্রুপ ‘১’- এবং গ্রুপ ‘২’-তে যোগ দেবে।

গ্রুপ ‘এ’-তে আছে শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস এবং নামিবিয়া।

গ্রুপ ‘বি’-তে রয়েছে বাংলাদেশ, স্কটল্যান্ড, পাপুয়া নিউগিনি এবং ওমান।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে