ক্রাইম রিপোটার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সভাপতি, দৈনিক যুগান্তরের বিশেষ প্রতিনিধি মিজান মালিক দৈনিক আমাদের সময় পত্রিকার উপ-সম্পাদক হিসেবে যোগদান করেছেন।

১৯৭৩ সালের ৫ ফেব্রুয়ারি চাঁদপুর জেলায় জন্মগ্রহণ করেন মিজান মালিক। তিনি পড়ালেখা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে, তখন থেকেই ছোটগল্প, কবিতা ও গান লেখেন । গীতিকার হিসেবেও জায়গায় করে নিয়েছেন শিল্প-সাহিত্য অঙ্গনে।

সাংবাদিকতা জগতে তার কাজের  অভিজ্ঞতা রয়েছে অনেক, কাজ করেছেন খ্যাতিমান সম্পাদকদের সাথে। সাংবাদিকতার শুরুটা করেন দৈনিক ভোরের কাগজ দিয়ে। এর পরে কাজ করেন বাংলাবাজার পত্রিকা, মুক্তকণ্ঠ, মানবজমিনসহ যুগান্তরের মতো সুনামধন্য পত্রিকায়।

সাংবাদিক মিজান মালিকের ঝুড়িতে রয়েছে বেশ কিছু পুরষ্কার।

২০০৬ সালে গানের জন্য বাচসাস পুরস্কার।

২০১২ সালে শ্রেষ্ঠ অনুসন্ধানী সাংবাদিকতায় জন্য দুদক মিডিয়া অ্যাওয়ার্ড।

২০১৫ সালে মুক্তিযুদ্ধবিষয়ক সাংবাদিকতায় মহামান্য রাষ্ট্রপতির কাছ থেকে পুরস্কার ।

২০১৫ সালে শিক্ষাবিষয়ক অনুসন্ধানী সাংবাদিকতার জন্য টিআইবি পুরস্কার ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে