যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা ২০২৪ সালের অক্টোবরে বৃহস্পতির ‘চাঁদ’ খ্যাত উপগ্রহ ইউরোপায় অভিযান চালাবে। অভিযান সফল করতে মার্কিন ধনকুবের ইলন মাস্কের সংস্থা স্পেস এক্সের সঙ্গে চুক্তি করেছে তারা। চুক্তি অনুযায়ী ইউরোপা অভিযানে ব্যবহার করা হবে স্পেস এক্সের তৈরি ফ্যালকন হেভি রকেট।

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের কেনেডি স্পেস সেন্টার থেকে ২০২৪ সালের অক্টোবরে ইউরোপার দিকে যাত্রা করবে রকেট ফ্যালকন হেভি। রকেটটি ব্যবহার করতে ইলন মাস্কের সঙ্গে ১৭ কোটি ৮০ লাখ মার্কিন ডলারের চুক্তি করেছে নাসা। বৃহস্পতির ইউরোপা উপগ্রহটি জীবনধারণের জন্য উপযুক্ত কি না, তা জানতেই এ অভিযান চালানো হবে।

ফ্যালকন হেভি নাসার অভিযানের অংশ হিসেবে মহাকাশে কৃত্রিম উপগ্রহ বহন করে নিয়ে যাবে। সেটি ইউরোপার খুব কাছ দিয়ে ৪০ থেকে ৫০ বার উড়ে যাবে। রকেটটিতে থাকবে ক্যামেরা, রাডার ও স্পেকট্রোমিটার। এর মাধ্যমে ইউরোপার ছবি তোলা হবে। সেই সাথে উপগ্রহটির উপরিভাগের মানচিত্র তৈরি করা হবে এবং রাডারের মাধ্যমে ইউরোপার বরফের আস্তরণের নিচে তরল পানি আছে কি না, তা খোঁজ করে দেখা হবে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে