এসএসসি এবং এইচএসসি পরীক্ষা ২০২১ সংক্রান্ত বিষয়ে শিক্ষা মন্ত্রী ডা.দীপু মনি ভার্চুয়াল প্রেস কনফারেন্স করবেন আজ সকাল ১১ টায়। এর আগে পরীক্ষার ব্যাপারে একটি কমিটি করা হয়েছে। কমিটি এসএসসি এবং এইচএসসি পরীক্ষার জন্য তিনটি প্রস্তাব করেছেন।

* প্রথম প্রস্তাবে বলা হয়েছে : রচনামূলক ও সৃজনশীল প্রশ্ন বাদ দিয়ে কেবল মাত্র MCQ পদ্ধতিতে পরীক্ষা নেওয়া।

* দ্বিতীয় প্রস্তাবে বলা হয়েছে : দুই পত্র একীভূত করে বিষয় ও পূর্ণমান কমিয়ে পরীক্ষা নেওয়া

* তৃতীয় প্রস্তাবে বলা হয়েছে : ওপরের দুই প্রস্তাবে পরীক্ষা নেওয়া সম্ভব না হলে সেই ক্ষেত্রে

এসএসসির জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) এবং অ্যাসাইনমেন্ট ও ক্লাস অ্যাকটিভিটিসের নম্বর সমন্বয় করে ফল প্রস্তুত করা হতে পারে।

এইচএসসির ক্ষেত্রে এসএসসির, জেএসসি এবং অ্যাসাইনমেন্টের নম্বর সমন্বয় করে ফল প্রকাশ হতে পারে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে