ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ অনুষ্ঠিত হয় প্রতিবছর এপ্রিল – মে মাসে। অপর দিকে পাকিস্তানের সুপার লিগ অনুষ্ঠিত হয় ফেব্রুয়ারি -মার্চে। তবে আগামী মৌসুমে ফেব্রুয়ারি- মার্চে অস্ট্রেলিয়ার সাথে দ্বিপাক্ষিক সিরিজ খেলার কথা রয়েছে পাকিস্তানের। যার কারণে পিএসএল পিছিয়ে দেয়া ছাড়া উপায় নেই পাকিস্তানি ক্রিকেট বোর্ডের। তাই পিসিবি অস্ট্রেলিয়ার সিরিজের কথা মাথায় রেখে পাকিস্তানের সুপার লিগ এপ্রিল-মে মাসের দিকে করার কথা ভাবছে পিসিবি। তাই নতুন মৌসুমে সময় সূচি নিয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মুখোমুখি সংঘাত বাধতে পারে পাকিস্তানের সুপার লিগের। এমন একটি খবর প্রকাশ করছে ইন্ডিয়ান গণমাধ্যম।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে