ইউরো ২০২০-এর সেরা একাদশ

ইউনিয়ন অব ইউরোপিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন (উয়েফা) গত ১৩ জুলাই ইউরো টিম অব দ্যা টুর্নামেন্টের ১১ জন ফুটবল খেলোয়াড়ের নাম উয়েফার ওয়েবসাইটে প্রকাশ করেছেন।

ইউরো ২০২০ টুর্নামেন্টে স্থান পাওয়া ১১ খেলোয়াড়ের মধ্যে যারা রয়েছে তাদের তালিকা দেখে নেয়া যাক।

ইউরো-২০২০-এর চ্যাম্পিয়ন দল ইতালি থেকে সেরা একাদশে জায়গা পেয়েছেন সর্বোচ্চ ৫ জন খেলোয়াড়। এই পাঁচ জন হলো – গোলকিপার জিয়ানালুইজি দোন্নারুমা, লিওনার্দো বোনুচ্চি, জর্জিনিও, নিওনাদো স্পিনাসোলা ও ফেদরিক কিয়েসা ।

ইউরোর রানার্স আপ দল ইংল্যান্ড থেকে সেরা একাদশে জায়গা পেয়েছে তিন জন খেলোয়াড়। এরা তিনজন হলো রাহিম স্টার্লিং, হ্যারি মাগুয়ার ও কাইল ওয়াকার।

এছাড়া সেরা একাদশে সুইজারল্যান্ড, স্পেন ও ডেনমার্ক থেকে এক জন করে জায়গা পেয়েছেন ।

এক নজরে সেরা একাদশ

গোলকিপার: জিয়ানলুইজি দোন্নারুমা (ইতালি)।

ডিফেন্ডার: কাইল ওয়াকার (ইংল্যান্ড), লিওনার্দো বোনুচ্চি (ইতালি), হ্যারি ম্যাগুয়ার (ইংল্যান্ড) ও লিওনার্দো স্পিনাৎসোলা (ইতালি)।

মিডফিল্ডার: পিয়ের-এমিল হইবিয়া (ডেনমার্ক), পেদ্রি (স্পেন) ও জর্জিনিও (ইতালি)।
ফরোয়ার্ড: ফেদেরিক কিয়েসা (ইতালি), রোমেলু লুকাকু (বেলজিয়াম) ও রাহিম স্টার্লিং (ইংল্যান্ড)।

কোপা আমেরিকার সেরা একাদশ

আর্জেন্টিনা থেকে সর্বোচ্চ চার জন খেলোয়াড় জায়গা পেয়েছেন কোপা আমেরিকার সেরা একাদশে। ফাইনালে আর্জেন্টিনার কাছে ১-০ গোলে হার মানা ব্রাজিল থেকে নেওয়া হয়েছে তিন খেলোয়াড়। পেরু, চিলি, ইকুয়েডর ও কলম্বিয়া থেকে নেওয়া হয়েছে একজন করে খেলোয়াড়।

৪-৩-৩ ফরমেশনে দক্ষিণ আমেরিকা ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা কনমেবলের টেকনিক্যাল গ্রুপ এই সেরা দল বাছাই করেছে।

গোলপোস্টে আর্জেন্টিনার এমিলিয়ানো মার্তিনেজের জায়গা কেউ নিতে পারেননি। ৬ ম্যাচে মাত্র ২ গোল হজম করেছেন তিনি। ৪ ম্যাচে কোনো গোল হজম করেননি তিনি। ৮৫.৭ শতাংশ শট রুখেছেন অ্যাস্টন ভিলার এ গোলকিপার। সেমিফাইনালে টাইব্রেকারে তাঁর বীরত্বেই ফাইনালে উঠে আর্জেন্টিনা।

কোপা আমেরিকা-২০২১ টুর্নামেন্টের সেরা একাদশ

গোলকিপার: এমিলিয়ানো মার্তিনেজ (আর্জেন্টিনা)।

ডিফেন্ডার: পারভিস এস্তুপিনান (ইকুয়েডর), মার্কিনিওস (ব্রাজিল), ক্রিস্টিয়ান রোমেরো (আর্জেন্টিনা), মরিসিও ইসলা (চিলি)।

মিডফিল্ডার: ইয়োশিমির ইয়োতুন (চিলি), কাসেমিরো (ব্রাজিল) ও রদ্রিগো ডি পল (আর্জেন্টিনা)।

ফরোয়ার্ড: লুইস দিয়াজ (কলম্বিয়া), নেইমার (ব্রাজিল) ও লিওনেল মেসি (আর্জেন্টিনা)।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে