ইউরো ২০২০-এ ৫১টি খেলার মধ্যে ৪৮টি অনুষ্ঠিত হয়েছে।  বাকি রয়েছে ৩টি। ২টি সেমিফাইনাল ও ১টি ফাইনাল। এই ৪৮টি ম্যাচের মধ্যে কে বেশি গোল করেছে, কে বেশি গোল বাচিয়েছে, তার ২০টি পরিসংখ্যান একনজরে দেখে নেয়া যাক।

১। ইউরো ২০২০-এ মোট গোল হয়েছে ১৩৫টি।

২। ম্যাচ প্রতি গড়ে গোল হয়েছে ২.৮২টি।

৩। প্রতি ৩২মিনিটে গড়ে গোল  হয়েছে একটি ।

৪। ২৯টি গোল হয়েছে ম্যাচের ৪৫ থেকে ৬০ মিনিটে।

৫। স্পেন করেছে সব থেকে বেশি গোল ১২টি এবং ডেনমার্ক ও ইতালি গোল করেছে ১১টি করে।

৬। সব থেকে বল বেশি নিজেদের দখলে রেখেছে স্পেন ৬৭.২ শতাংশ।

৭। সব থেকে বেশি নির্ভুল পাস দিয়েছে স্পেন ৮৯.৪ শতাংশ।

৮। ১০১ বার গোল করার চেষ্টা করেছে ইতালি।

৯। সুইজারল্যান্ড সব থেকে বেশি ৮৪টি বৈধ ট্যাকল করেছে ।

১০। ২২৫ বার প্রতিপক্ষের পা থেকে বল কেড়ে নিয়েছে ডেনমার্ক।

১১। সুইজার‌ল্যান্ড সব থেকে বেশি ২১টি গোল বাচিয়েছে ।

১২। সবথেকে বেশি ৫টি ম্যাচে কোনো গোল জালে জড়াতে দেয়নি ইংল্যান্ড।

১৩। যৌথভাবে ৫টি করে গোল করেন পর্তুগালের রোনাল্ডো ও চেক প্রজাতন্ত্রের প্যাট্রিক শিক।

১৪। সুইজারল্যান্ডের জুবের সব থেকে  বেশি ৪টি গোলের পাস বাড়িয়ে দিয়েছেন।

১৫। চেক প্রজাতন্ত্রের প্যাট্রিক শিক সব থেকে বেশি ৯বার গোলে শট নিয়েছেন।

১৬। ৯৯ শতাংশ নির্ভুল পাস দিয়েছেন ইংল্যান্ডের জেমস।

১৭। ১৫টি বৈধ ট্যাকল করেছেন ইতালির ভেরাত্তি।

১৮। ৪৬ বার প্রতিপক্ষের পা থেকে বল ছিনিয়ে নিয়েছেন সুইজারল্যান্ডর আকাঞ্জি।

১৯। সব থেকে বেশি ২১টি গোল বাচিয়েছেন সুইজারল্যান্ডের সোমার।

২০। স্পেনের পেদ্রি সব থেকে বেশি ৬১.৫ কিলোমিটার দৌড়েছেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে