সুপ্রিয় ২০২১ সালের এইচএসসি পরীক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো এইচএসসি পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাস অনুসারে আজ তোমাদের বাংলা প্রথম পত্রের সহপাঠনাটক: সিরাজউদ্দৌলা থেকে আরও ১০টি বহুনির্বাচনি প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করা হলো তোমরা সহপাঠের বহুনির্বাচনি প্রশ্ন উত্তরগুলো আন্ডারলাইন করে বারবার পড়বে তাহলে ধরনের প্রশ্নোত্তরে পূর্ণ নম্বর পাবে

২১। ‘‘নবাবসৈন্য কলকাতা আক্রমণ করার সঙ্গে সঙ্গে রোজার ড্রেক প্রাণভয়ে কুকুরের মতো ল্যাজ গুটিয়ে পালিয়েছে।সংলাপটি কার?

. সিরাজউদ্দৌলার       . মোহনলালের       . মিরমর্দানের       . জগৎশেঠের

২২। মিরজাফরের প্রকৃত নাম কী?

. মিরজাফর খান       . জাফর আলি খান    . মিরজাফর আলি খান     . মির্জা জাফর খান

২৩। মিরজাফর ভারতবর্ষে আসে কোথা থেকে?

. ইরাক থেকে      . চীন থেকে      . পারস্য থেকে      . পর্তুগাল থেকে

২৪।সিরাজউদ্দৌলানাটকের প্রথম অঙ্কের দ্বিতীয় দৃশ্যের শুরুতে কোন সময়ে উল্লেখ আছে?

. ২৩ জুন ১৭৫৬ সাল      . ২৭ জুন ১৭৫৬ সাল

. জুলাই ১৭৫৬ সাল      . ১৩ জুলাই ১৯৫৬ সাল

২৫। কলকাতা থেকে নবাবের তাড়া খেয়ে ইংরেজরা আস্তানা গেড়েছে কোথায়?

. ভাগীরথী নদীতে ফোর্ট উইলিয়াম জাহাজে

. পাটনায়

. কাশিমবাজারে তাদের নিজেদের দূর্গে

. নবাবের আয়ত্তের বাইরে পারস্য অঞ্চলে

২৬।ক্লাইভের গাধাএবংচিরকালের বিশ্বাসঘাতকবলে কে পরিচিত ছিলেন?

. মিরমর্দান    . জর্জ      . উমিচাঁদ       . মিরজাফর

২৭। মিরজাফর ক্লাইভের হাত ধরে কত তারিখে বাংলার মসনদে বসেন?

. ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর

. ১৭৬৫ সালের ফেব্রুয়ারি

. ১৭৫৭ সালের ২৯ জুন

. ১৭৬৫ সালের ২৩ জুন

২৮। মিরজাফর কুষ্ঠব্যাধিতে আক্রান্ত হয়ে কত সালে মৃত্যুমুখে পতিত হন?

. ১৭৬৪ সালে     . ১৭৬১ সালে     . ১৭৬৫ সালে     . ১৭৫৭ সালে

২৯। জগৎশেঠ কে ছিলেন?

. নবাবের সেনাপতি মানিকচাঁদের ভ্রাতুষ্পুত্র

. নবাবের বিশ্বস্ত সেনাপতি

. নবাবের বিশস্ত গুপ্তচর

. জগতের শ্রেষ্ঠ মানুষ

৩০।সিপাহসালারবলতে কাকে বোঝায়?

. কোষাধ্যক্ষকে        . সৈন্যসামন্তকে     . সেনাপতিকে     . গুপ্তচরকে

উত্তর: ২১। ২২। ২৩। ২৪। ২৫। ২৬। ২৭। ২৮। ২৯। ৩০। গ ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে