২০২৩ খ্রিষ্টাব্দ থেকে অংশিকভাবে নতুন কারিকুলামে পাঠদান শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বুধবার (২৬ মে) এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি।

মন্ত্রী বলেন, আমরা আশা করছি ২০২৩ খ্রিষ্টাব্দ থেকে আমরা আংশিকভাবে নতুন কারিকুলামে পাঠদান শুরু করতে পারবো। ২০২২ খ্রিষ্টাব্দে তা শুরু করার কথা থাকলেও করোনার কারণে তা সম্ভব হয়নি। আমরা ২০২৩ খ্রিষ্টাব্দ থেকে তা আংশিকভাবে শুরু করবো। যেহেতু সব শ্রেণিতে একসাথে নতুন কারিকুলামে পাঠদান শুরু করা ঠিক হবে না।

দেশের শিক্ষা কার্যক্রমে বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে সরকার। দশম শ্রেণি পর্যন্ত বিভাগ তুলে দেওয়া হচ্ছে। পাবলিক পরীক্ষাও হবে একবারই। ২০২২ খ্রিষ্টাব্দ থেকে শিক্ষার এই কারিকুলাম চালু হওয়ার কথা থাকলেও তা এক বছর পিছিয়ে গেলো।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে